Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অফিসের সাধারণ পরিচিতি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মূখ্য প্রতিষ্ঠান। বর্তমান বিসিক ১৯৫৭ সালে ইসপিক নামে এক সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠালগ্ন থেকে বিসিক এর প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে দেশে প্রচুর শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে।

বিসিকের জেলা কার্যালয়সমূহকে ‘শিল্প সহায়ক কেন্দ্র (শিসকে)’ নামে অভিহিত করা হয়। জেলা পর্যায়ে প্রায় প্রতিটি জেলায় শিল্প সহায়ক কেন্দ্রের অধীনে এক বা একাধিক শিল্প নগরী পরিচালিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত বিসিকের জেলা কার্যালয়টি শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক, নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জ এবং এর আওতাধীন শিল্পনগরী কার্যালয়টি শিল্পনগরী, বিসিক, নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জ নামে পরিচিত। শিল্প নগরীর আওতাধীন ভূ-সম্পত্তিতে শিল্পদ্যোক্তাগণকে ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে শিল্প স্থাপনের জন্য নির্দিষ্ট শর্ত ও সময়ের জন্য লিজ দেয়া হয় । শিল্প বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দেশজ উৎপাদন বৃদ্ধি, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিসিক প্রত্যক্ষভাবে অবদান রেখে যাচ্ছে । দেশের খ্যাতনামা অসংখ্য শিল্পদ্যোক্তা বিসিকের প্রত্যক্ষ সহযোগিতায় আজ প্রতিষ্ঠিত ।

 

অফিস প্রধানের পদবি: সহকারী মহাব্যবস্থাপক

অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ: বিসিক-এর সামগ্রিক কর্মকান্ড পরিচালনার মূল উদ্দেশ্য হচ্ছে- দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের বেসরকারি উদ্যোক্তাদেরকে সেবা-সহায়তা প্রদানের মাধ্যমে শিল্পোৎপাদন বৃদ্ধি ও দেশের শিল্পায়নে অবদান রাখা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, শিল্পায়নের মাধ্যমে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন এবং দেশের আর্থ -সামাজিক উন্নয়ন সাধন করা। সময়ে সময়ে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা ।

আওতাধীন অফিস: শিল্প নগরী, বিসিক, নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জ । ভূমির পরিমাণ: ১১.১০ একর, মোট প্লট সংখ্যা- ৯৩ টি, স্থাপিত শিল্প ইউনিটের সংখ্যা- ২২ টি ।

শিল্প নগরীর স্থাপন কাল: 1989 জমি অধিগ্রহণ 28.08.1989    10.91 একর

                                                                 13.03.1997    00.19 একর

                                                                        মোট:        11.10 একর

মোট প্লট সংখ্যা: ৯৩ টি     এ টাইপ:      45 টি (4,500 বর্গফুট)

                                      বি টাইপ:     18 টি (3,000 বর্গফুট)

                                      এস টাইপ:     30 টি (বিভিন্ন আকৃতি) 

বরাদ্দকৃত প্লট সংখ্যা: 88 টি

অফিস ও অন্যান্য কাজে ব্যবহৃত প্লট সংখ্যা: 05 টি (এ টাইপ)

খাতভিত্তিক শিল্পের বিবরণ: ক) খাদ্যজাত 11 টি

                                         খ) বস্ত্রজাত   05 টি

                                         গ) প্রকৌশল 05 টি

মোট শিল্প ইউনিট: 22 টি, উৎপাদনরত: 21 টি, নির্মাণাধীন: 01 টি